সুচতুর পাখি
-----( চতুর্দশপদী কবিতা)
- কাব্যভূষণ রমেন মজুমদার
পিএএসপি/০১১,
তারিখ:- ১১/০৫/২৪
-----
গুপ্তগৃহে একা তুই করো বাহাদুরি
যত রঙ্গ অঙ্গ ভঙ্গি করিস নিরলে
কান্দাস বিভুঁই রাখি,ভাসি অশ্রু জলে
বুঝি না খেলার ছল! বুঝিনা চাতুরী।।

মন যদি তুই হস, আমি কোন ছাড়!
বুঝাতে পারিস তবে;শিষ্য রূপে ভজি;
ভাঙায়ে আমারে খাও কীর্তির বাহার,!
দাও তুমি,লয়-ডাক! মরনেতে মজি।।

অদৃশ্য আঁধারে রেখে ডুবাও তরণী,
কুলেতে শ্রীধ্বনি ওঠে- বিষাদ নিনাদে!
স্বজন পিরিতি মিথ্যা;সত্য ঐশী বাণী...
বঙ্গের রোদন বধূ!-- কাটে পরমাদে।।

হায়রে চতুর পাখি,-- অদৃশ্য ভুবনে;
পিঞ্জরে রহিয়া খেলা খেলিস যতনে।।
-----
[[ কখখক/গঘঘগ/ঙচঙচ/ছছ ]]
(মাইলেক মধুসূদন দত্তের কবিতা ভাবরসে গঠিত)