সুখ পুড়ে না বুক পুড়ে
---
রমেন মজুমদার
[ যেজন প্রেমের ভাব জানেনা-১১১ ]


সুখ পুড়ে,- নাকি বুক পুড়ে;
হৃদ পুড়ে না,-- মন পুড়ে ?
কোন দহনের আগুন ছাড়া
সারাজীবন বুকের ঘরে।


অদৃশ্য এক স্বপ্ন মনে
কাঁদায় হৃদয় মন-গহনে;
নিশিদিনের কর্মমাঝে
মর্মজ্বালার দিন বহনে ।


পুড়তে থাকে!,জ্বলতে থাকে !!
সে পোড়ায় মন পাষাণ মনে
ক্লান্তদিনের ভানুর বাণে--
তাও পুড়ে আজ দুই চরণে।


ভাঙা ইটের কান্না অন্ধ!
খোলা দু'চোখ তাও যে বন্ধ!!
পাই সে কেবল অদৃশ্য এক
শ্মশান পোড়া চিতার গন্ধ !!


প্রেম পুড়ে আজ খাক হয়েছে!
সোজা রাস্তায় বাঁক পড়েছে!
ফসল বনে রৌদ্র কিরণ ...
সব পুড়ে ছাই, পড়ে আছে ।


জীবন ধারার গতি বিরূপ !
রূপের মধ্যেও সেই অপরূপ
নেই কেন আজ জীবন দীপে
তেল শূন্য সেই সন্ধ্যা প্রদীপ।


গন্ধ কালির আস্তরণে
সুগন্ধ নেই, পুষ্প-বনের
অজীর্ণ এক কীটের দংশন
নিত্য পোড়ায় বিষের সনে।


সুখ পুড়ে ছাই অঙ্গারে মন
বুক পুড়ে খাক হয়েছে যেই,
শীতল প্রেমের অন্তরালে
তুমিও পুড়ে হয়েছে সেই।।


পুড়ুক! জ্বলুক! ছাই হয়ে যাক!!
প্রেমের খাতায় মুক্তি সে পাক;-
জীবন নামের এ'জন্মটাই
কষ্টে-পুড়ে !--পাষাণে থাক।।
--
29/09/2023, হরিদেবপুর।।