সুখের ঠিকানা
---- (চতুর্দশপদী )
কলমে: রমেন মজুমদার
তারিখ: 26/03/2024
---------
বিষয় বিত্তের প্রতি লালসার স্তম্ভ
ছাড়িলে,শান্তির শ্বাস প্রাণে বড় শান্তি;
অধিক থাকিলে চিন্তা বাড়ে দেখি দম্ভ!
পরিমিত সুখে মন ছড়ায় প্রশান্তি।


মোহ আর লোভ বড় কষ্টের কারণ,
তাহা থেকে জরা-ব্যাধি; দিনদিন বাড়ে;
অন্তর সুধাই তোরে, অধিকে বারণ ...
সুখ-শান্তি সবকিছু; যায় সব ছেড়ে।


ক্ষণেক জীবন বিধি আয়ুষ্কাল স্বল্প!
সতত ভাবের ভাড়া থাক পরিমিত;-
নিজ ছাড়া অন্যে সেবা থাকুক প্রকল্প
তার হতে সুখ-সুধা ভোগে যথাযথ।


সুবর্ণ জীবন খানি সুখের ঠিকানা...
অন্তগৃহে করে সদা সুখ আনাগোনা।।
---- সমাপ্ত।