তবু দাবা খেলি
----------(চতুর্দশপদী)
রমেন মজুমদার।

খেলিনু সৃষ্টির দাবা অন্তর-পীড়ায়
দেহমূলে বসবাস ঈশ্বর কৃপায় ;-
কিছুকাল জিতে যাই ধরণী উপর
আয়ুনীর বক্ষে ধরি স্বল্প দেহ ঘর ।
দেখিনু সন্মুখে মৃত্যু,---যম দূত খাড়া !
সঙ্গে চেলা হাতে দড়ি দিতেছে পাহারা!
কোমড়ে বাধিবে জানি, তবু দাবা খেলি !
গজ নৌকা সৈন্য চালে সম্মুখেতে চলি ।

মন্ত্রী দিয়ে রাজা আটকাই অনর্থক !
তবু রাজা আমারে ধায়, সে ভয়ানক!
চৌষট্টি লক্ষ জন্মের যোনি প্রেত-ভুত!
শেষেতে মনুষ্য জন্ম ভাগ্যেতে অদ্ভুত।
দেহ গুটি খাবে রাজা, মনকর্ম ভার !
বিচ্যুতি শ্মশানে ভষ্ম সাধ উপহার ।।।

কলকাতা থেকে ১৬/০৭/২০