দিনের কথারা বড় চঞ্চল
আর রাতের গল্প নিঃশব্দে উঠে আসে
পাঁজর ভেঙে ঝরণার জলে।


জমা কথারা তাড়াহুড়ো করতে থাকে
নিঃশব্দের ঘুম ভাঙবে বলে।
হৃদয় ভাঙে
চোখের জলে ঋণমুক্ত হবে বলে।
শব্দরা তবু জমাট বাঁধে না
বিচ্ছিন্নতার শঙ্কায়,
আমি তোমার কাছাকাছি চলে আসি
শিউরে রাখি হাত
আমার বুকের আগল ভাঙে
আরও কিছুটা দূর কবিতার পথ।