আজ সকালটা একটু অন্যরকম
হ্য় না ! অনেকদিন পরে কেউ এলে
তার জন্য কেমন সাজো সাজো রব!
উতক্ণ্ঠাও থাকে -কখন আসবে, ঠিক এলো কিনা
আজ তেমনি একটা দিন
যেদিনের জন্য ডায়েরির অনেকগুলো পাতার পরে  
ঠিক তারিখেকিছু লেখার তাগিদ
হাওয়ায়-লাগা বাঁশ বনের পাতার মতো বেজে ওঠে।
সব গুছিয়ে ফেলার পর সময় হাত ধরে শাণ্ত করে,
মনে তখন দোল পূর্নিমার চাঁদ ওঠে মিহি ব র ফে র মতো।
সাদা দাগ লাগে গালে, ঠোঁটে ।
সকালের ন র ম আলোয় আর একবার জোছনার ঢেউ এসে আমার বুকে ভরা কোটালের মতো আছ্ ড়ে পড়ে  
নবজাতকের আবির্ভাবে।
তৃপ্ত হাওয়ার হাতছানিভরা
আগামী পথের পতাকা হাতে নতুন সূর্য।