রক্তেরও কম ঘাম ঝরাতে হলো না এই মর্মকথার অবেলায়
ঘ্রাণেরা সারা তল্লাটে একটিও শব্দ খুঁজে পেলো না,
যা থেকে একটি স্নিগ্ধতার নব জন্মের আঁচ পেতে পারে
বাতাস বহু চেষ্টা করে একেবারে প্রত্যন্ত এলাকা থেকে
অত্যন্ত উপেখি বন্ধু - দয়িতার জন্য যে হিমেল পরশটুকু এনেছিল
কাল নামক দৈত্য ছিনিয়ে নিল বিবস্ত্র করে চোখের নিমেষে,
সব দেখেশুনে ঠাঁয় দাঁড়িয়ে মূর্তির মতো হয়ে গেল গতিময় স্রোত
শিরা উপশিরারা লাইন ভেঙে আসার আগেই সত্যিরা ঠাকুরমার ঝুলির গল্প হয়ে গেল।
আর শুধু শুধু চিত্কার করে গাছের কচি পাতাগুলো
কতক প্রশ্নে ক্লান্ত হয়ে ফ্যাল্ ফ্যাল্ করে থাকল তাকিয়ে...


এই ছবিগুলোও আর কটাদিন পরে স্মৃতিপটে ম্লান হয়ে যাবে। কেউ উত্তরের চুলও ধরবে না,নখও না
কেননা বিকিকিনি  এখন শেষ!