একদিন চড়াই উতরাই ভেঙে হাতে এলো ছড়ি
রোদে পোড়া মাটিতে বৃষ্টির ঝাপটা এলোপাতাড়ি।
চাঁদের দিকে প্রজাপতি দিলো অজানা উড়ান
ঝরাপাতার ঝোপে কাঁটা বিঁধে বিবর্ণ খানখান।
রক্তমাখা ঠোঁটে ফুলের গন্ধে আসে ভেজানো ভুল
একদিন আমিই হারিয়েছিলাম তোমায় ভেবে কুল।
নদীর সাথে মনমাটির সেই যে হলো ছাড়াছাড়ি
আলাদা কি হয় কখনো,আলাদা হয় হৃদয়বাড়ি!