না মা আজও তোমায় বলিনি হ্যাপি মাদারস্ ডে
কিম্বা সুখি মা দিবস,
তুমি হয়তো বুঝবে না এসব,
কিন্তু আমি জানি তোমার মতো কেউ বোঝে না।
মা তো!


তোমার উপরে সব রাগ - অভিমান,কান্নারা বৃষ্টি হয়ে নেমে আসে
তুমি সব গ্রহণ করো,  তোমার আঁচল পেতে দাও আদর করে বিশ্রামের জন্য।
আজও না খেয়ে খাওয়াতে পারলে তোমার মতো কেউ খুশি হয় না।
রাতদিন এক করছো সংসারের জন্য,
সব বড় বুলি তবুও তোমার জন্য বাঁচিয়ে রাখি,
ঝড়ের সব নষ্টটুকু কেবল তোমারি মা!
আমাদের জন্য পরের বাড়ি থেকে আনা ফ্যান, বিয়ে বাড়ি থেকে বাচিয়ে আানা দই,মিষ্টি,বাসি অতিরিক্ত মাংস কত যত্নে রাত্রিবাস করে আঁচলের তলায় নিয়ে আসতে তোমার ঝড়ের পাখিকে বাঁচাতে।
রাতে ভালো করে ঘুমোওনি, কাকভোরে গেছো বিচোলি ঝাড়তে একটু বেশি রোজগারের জন্য।


আমি কিন্তু কিছুই ভুলিনি মা,
আমি কেবল অন্যদের মতো বলতে পারিনে,
অবশ্য সেল্ফি তুলতে পারি,পোস্টও করতে পারি এখন
কিন্তু মা, যাই করি না কেন
তোমার বিশালতাকে কিছুতেই যে বোঝাতে পারব না, মা।
তাই এবারও তুমি বঞ্চিত থাকলে,একটা সেল্ফি পোস্ট থেকে।
আজ না হয় হৃদয়ের সেল্ফিটা রোমন্থন করি।