পহাড়ের হঠাৎ-মেঘে
ভিজে যায় শরীর
দূর বন কাঁপিয়ে আসে বাতাস
টাইগার হিলের মোড় পেরিয়ে
ঝাঁঝাঁ করা ঝিঁঝিঁর ডাক
আনমনা করে অচেনা পাখির টু-শব্দে।


এক পাহাড়ের উঁচু তল থেকে দেখি
নিচের জলরঙা ছবির মতো ছোট্ট গাঁ
সাদা মেঘের দল সারল্যের ডানায়
যেন পাড়ি দিতে এসেছে
তোমাকে গল্প শোনাবে বোলে।


হৃদয়ের অ-ভাগ ভাষায়
সব অচেনা ভাষাই হয়ে ওঠে কাব্য
লেপটে থাকে মনচোরা- প্রকোষ্ঠে
তিরতিরানো ঝরণা আর
তোমার লাল ঠোঁটের রক্তস্নান।