হৃদয়ের পাশপাশি আর কেউ নেই
         নীল-সাদা পাখি ছাড়া
উড়ান দিতে চায় সে,বোহেমিয়ান
        বলি তারে কিসের এত তাড়া।


মাঠ ভাসে মেঘজলে  
        বৃষ্টি থই থই
আয় পাখি ভিজি একসাথে
         মনের কথা কই।


জড়াজড়ি শালুক-পদ্মের
         কুয়াশায় ঢাকা মুখ
বাড়াবাড়ি যতই বলিস
          তুই-ই আমার সুখ।


সুখের মুখ দেখিনি
         কতদিন হলো পার
এবার বৃষ্টি না হলে
         ভালোবাসব না আর।


কথা দিয়েও বৃষ্টি তখন
          রাখেনি তার কথা
মেঘও তাকে গেছে ভুলে
          আসেনি কখনো সেথা।


ছাড়াছাড়ি চায় না কেউ
           মেঘ-বৃষ্টি, সাগর-নদী
আবার ওদের দেবো মিলিয়ে
          একটাও সুযোগ পাই যদি।