ঝাঁঝহীন জীবন,চলতে চলতে
না আর না  - এর মিছিল ডাক দেয়,
স্লোগানগুলো মাটিশোয়া,
দম নেই মুদ্রার কোনো পিঠের,
খালি শুকনো পাতার শনশন সামনে।
একটু এগিয়ে অন্যের গায়ে
অলসতায় এলিয়ে দেয় দেহ,
কি আর করি বলো মনোভাব।
সামলাতে হয় নিজেকে।
হচ্ছে হবে গোত্রের ভাব কাটে না,
গায়ে গা মিলিয়ে ভাব করতে চায় কেবল,
প্রশ্নগুলো ঠেলাঠেলি করে,
উত্তরেরা উঠে দাঁড়ায় না,
মুচকি হেসে ঘুরে থাকে,
এই ভাবি আর কবে
মেরুদন্ড সোজা হবে!