জানি তুমি উদ্বাস্তু হয়ে ফ্যান ভিক্ষা করেও
আমাদের খাওয়াতে পারোনি কোনো কোনো দিন
তবু তুমি  মুখে দুমুঠো ভাত গুজে দেবার স্বপ্ন তো ছাড়নি
জানি ভাতের গন্ধে ম ম করেনি কোনোদিন রান্না ঘর
তোমার কোঁচড় থেকে তবু সততার সোঁদা গন্ধ  ফুরোয়নি
থুথু দিয়ে বারবার নিজের গলা ভিজিয়েছ তৃষ্ণায়
তবু তুমি ভুল পথে হাঁটনি ভুলেও
কত রাগ অভিমানে তোমার সাথে দুর্ব্যবহার করেছি
তবু তোমার মুখে কুকথা ঠাঁই পায়নি
জানি তুমি আমার সৎ মা
সত্যি সত্যি সৎ মা।