রাত্রি  নিঝুম বদ্ধ চৌঘরে একাকীত্বের সঙ্গে নীরবতা !
নিস্তব্ধ পৃথিবী আজ ক্লান্ত, মানব জাতির দূরদর্শিতা,অহংকারের বারুদের গন্ধে  দমবন্ধ  গোটা প্রাণী জগৎ!


মাঝে মাঝে নিস্তব্ধতা ভাঙ্গে নিশাচরের ডাকে,সুরের ছন্দ ভুলেছে ঝিঁ ঝিঁ ,বাঁকা চাঁদ উঁকি মারে জানালায় ,রূপালী জোছনা প্লাবিত করেছে সুপ্ত এই প্রকৃতিকে!


বনের মধ্যে চলছে জোনাকির আলো আঁধারির খেলা,আকাশ জুড়ে সহস্র তারায় মুখ ঢেকেছে মেঘের আড়ালে!


প্রখর রৌদ্র ,জ্বলছে ক্ষুদায় জীর্ণ শরীর!আর বেঁচে থাকার নিয়ম পরাধীনতায় বন্দি ! ওঠে সূর্য ,সুদিনের অপেক্ষায় গুনছে স্বার্থ পিয়াসী মানব !!


ব্যস্ত শহর ধূ ধূ শুন্যতা বুকে নিয়ে বেঁচে থাকা ,ঝাপসা চোখ মুখোশ ঢাকা মুখ ,অসহায় ডুকরে কাঁদছে !


সবুজে খেলেনা বাতাসের আগমনে!কুহুসুরে মাতাল কোকিল আজ বাকরুদ্ধ ! বাঁচার স্বপ্ন ভুলেছে প্রাণী জগৎ !
ধর্ম ,বর্ণ,মিলে মিশে একাত্ম ,এক জাতি একপ্রাণ ,অদৃশ্য মারণ ব্যধির
অভিশাপের শক্তির প্রভাবে !


অভিশাপের শৃঙ্খল ভেঙে আবার মানব সভ্যতা ফিরে পাওয়ার স্বপ্ন !
আবেদনে রেখে যেও সুপ্ত অদৃশ্য ভয় !