আজব স্বপ্ন
রামপ্রসাদ(হলুদ ঘাস)


আকাশ ছুঁই-ছুঁই তালের গাছে ,
ব্রহ্মদত্তি আসন পাতে।
নিশি রাতে দোলায় শরীর
ভূত-পেত্নী নিয়ে সাথে ।


নিত্য মজার আসর বসে
পিশাচিনী হিসেব কষে,
পেত্নী তাঁর দু'পা তুলে
খিলি-খিলিয়ে হাসে।


মেজাজ নিয়ে খেলছে খেলা
ব্রহ্মদত্তির ছোটো চেলা,
মাথার খুলি নাচিয়ে হাতে
ভুতুরাণী নিশি মেলা ।


খিদেয় জ্বলছে পেত্নী পেটে
শুকছে মানুষ গন্ধ,
বামুন - ভূতিনি নাচছে বেজায়
খাওয়ার নেশায় অন্ধ।


আসছে তেড়ে ডাইনি বুড়ি
দুইটি পাতায় ভাসে,
মটকে দেবে ঘাড়টি আমার
রক্ত খাবে শুষে।


স্বপ্নে ভয়ে  ঘামলো শরীর
জপো জপো রামে,
হঠাৎ আতকে পরলাম নিচে
ভাঙে ঘুম ভামে।