আজও ঋণী
"""""""""""""""""""রামপ্রসাদ
পরম পিতা পিতৃ -দেব
আমার জন্মদাতা,
মেলেছি চোখ দেখেছি আলো,
হাত ধরে হাঁটা !


কাজের শেষে, মুচকি হেসে
স্বস্থি নিত প্রাণে!
হটাৎ চোটে জুড়াতো ব্যথা
ভোলাতো গানে গানে !


কোলে,পিঠে, বরষা শীতে
ছাতার কাঁথা আবরণ,
কাঁপলো শরীর,আসল জ্বর
সুখকে করেছি হারণ !


হাজারো বাহানা,মায়ের শাসনে
কত-শত ছিল নালিশ,
আনমনে ভাবি ডাকছে বাবা....
ভিজে রাতের বালিশ!


দুষ্টিমি ছিল আঙিনা জুড়ে
সবার চোখের মণি,
হয়েছি বড়, বাবার  খোকা  
আজও পিতৃ ঋণী!!