মাটির ঘরের খড়ের চালা
সূর্যমুখীর পেখম তোলা!
উঠোনের ওই তুলসী তলায়
জপে কৃষ্ণ রুদ্র মালায় !


গৃহ বধূর পুজোর ডালি
মঙ্গল দ্বীপ কাঁসার থালি!
নানান রঙের ফুলের সাজি
চন্দন- চুয়া ,ধূপ ...দূর্বা"দি!


উঠান তলায় দূর্বা কমল
লুটায় বধূর শাড়ির আঁচল!
দালান জুড়ে নয়ন তারা
মাতলো রঙে কৃষ্ণচূড়া!

পুকুর পাড়ে বকুল গাছে
টিয়া,শালীক, কোকিল ডাকে!
বকুম বকুম পায়রার সাথে
মোরকরাও শস্য লুটে!


জল ছুঁই ছুঁই কমলী ফুলে
লজ্জাবতী ঘোমটা খুলে!
সাগর জলে স্নানে রবি
রূপের মোহয় ভাবুক কবি!


দিনের শেষে ফিরছে নীড়ে
চাঁদের হাটে, বাঁশির সুরে!
মায়ের মাটি শুকছি ঘ্রান
সবুজে ঘেরা আমার গ্রাম!