আপন রঙে
রামপ্রসাদ( হলুদ ঘাস)
আকাশ জুড়ে ঘন নীল
মিটি মিটি তারা জ্বলে,
সাদা-কালো মেঘের দল
আপন মনে খেলে!
সবুজে ভরা সবুজ ফসল
সোনালী রঙের শস্য,
সাদা বকের দলের সারী
কাজল পাখির হর্ষ!
সিঁদুরে রঙে গোধূলিবেলা
চাঁদের শুভ্র আলো,
রামধনু সাত রঙের বাহার
চোখের কাজল কালো !
নানান জাতি, নানান ভাষী
রক্তের রং লাল,
পাইনা খুঁজে স্বপ্নের রঙ
ভাবায় চিরকাল !