সিঁদুর খেলা সারা বেলা,রাঙলো মনে রং,
বিসর্জনে ঢাকির সুরে,নাচের নানান ঢঙ।
উলুধ্বনী,চোখের জলে,মায়ের দুই নয়ন,
দুগ্গা দুগ্গা ধ্বনির জয়ে,ভরলো সারা ভুবন!
বিদায় বেলা,চরণ তলায়,আলতা ভরা পায়,
বছর বছর আসুক ফিরে ,কুঁড়ে ঘরের আঙিনায়!
তলিয়ে গেল নদীর জলে,শত দিনের স্বপ্নবোনা,
রইলো পড়ে খড়ের আটি,পরিনয়ে আজ আবর্জনা!
উজানে আছড়ায় দেহ খানি,লুটায় নদীর পাড়ে,
পৃথিবীর দুয়ারে আনলো জীবন,থাকে সে অনাহারে !
শততালি দেওয়া মায়ের আঁচল,ভিক্ষায় দ্বারে দ্বারে,
শুষ্ক চোখে আসেনা জল,বন্ধ ঘরের অন্ধকারে !
বিশ্বজননী সোনায় মোড়া,মায়ে ডাকে আমার সোনা,
পথের ধারে লুটিয়ে পড়ে, গর্ভ ধারিনী আমার মা.......