বিশ্ব জননী আমার মা
রামপ্রসাদ( হলুদ ঘাস)
----------------------------/////
শরতের সোনালী রোদে
পেখম ছড়ায় কাশে,
শিউলি তলায় লুটায় আঁচল
সোনালী রোদের পরশে !


শতদলে  গুন-গুনিয়ে
শুধায় কালো ভ্রমর,
আসছেন মা ঘোড়ায় চড়ে
আর তো কয়েক প্রহর!


খড়ের গায়ে মাটির লেপন
জগৎ জননীর গায়,
ফুঁপিয়ে কাঁদে গর্ভধারিনী
ব্যস্ত মায়ের আরাধনা-য় !


খোলা ঘরে শিকলে বন্দি
শুষ্ক ত্বকে ছেঁড়া ছাউনি,
আলোয় ভরা চোখের তারায়
চরণে পদ্ম আগমনী-র!


গড়িয়ে পড়ে চোখের কোণে
ডাকবে খোকা মা'য়,
আহুতির আগুনে পুড়ছে হৃদয়
উমা মায়ের উপাসনায়!


আঁচল ছায়া স্নেহের মায়ায়
স্তনের দুগ্ধ পান,
স্তোত্র মন্ত্রে ,পূজো অঞ্জলিতে ,
জাগবে মায়ের প্রাণ!


মা তোমার রাতুল চরণে
এই ব্যাকুল আকুতি ,
ভক্তের হৃদয়ে দাও মাগো
শুভ জ্ঞানের জ্যোতি !


আলোর দিশা পড়ুক ছড়ায়ে
এ মহা ভূবন মাঝারে,
নবারুণ কিরণ সম্পাতে,
তামস যাক সরে ॥