চক্রব্যূহ
রামপ্রসাদ (হলুদ ঘাস)
অভিশাপের অদৃশ্য শিকলে বন্দি ,হাহাকার লাশের স্তূপে নীরব কান্না! সংক্রামক রুখতে 'লক ডাউন'এর তড়িঘড়ি সিদ্ধান্ত, বেঁচে থাকার সংঘবদ্ধ লড়াই!আজ গৃহবন্দি চার দেওয়ালের একঘেয়েমি জড়তা!
নেই ধর্ম, নীতির বুলি,নেই লাল চক্ষুর অহংকারীর আস্ফালন !
হাজারো প্রশ্নের উত্তরে অস্তিত্ব টিকিয়ে রাখার পাশা খেলা! দানবের ন্যায় স্বার্থ পিয়াসী মানব, লাশের সিংহাসনে কাটছে রক্ত তিলক !নিয়মের ঘেরাটোপে বিলাসিতার রংমশাল !চঞ্চল সময়ের থার্ট কাঁটা গুনছে লাশের সংখ্যা!মরীচিকার মায়ায় হারিয়েছি পথ,তেষ্টায় ফাটছে গলা,মুক্তির পথে কাঁটাতার !ধোঁয়াশায় ঢাকা বেঁচে থাকার স্বপ্ন,,ক্লান্ত দেহ, তবু খুঁজে বেড়াই নতুন ভোরের আশায় !
মহাসঙ্কটে মানবজাতী  !মহামারী সংক্রমণ থেকে  আগলে রাখবো আমার মাতৃভূমি,আমাদের দেশ !সবাই সচেতন হই ,নীরবতা নয় সচেতনতা !  
এই সতর্কতা ও সচেতনতা মানব কল্যাণে সৃষ্টিকে রাখবে অব্যাহত !