আমার মাতৃভূমি আমাদের মান
বাঁধছে গৃহ যুদ্ধ, হারাচ্ছি নিজ প্রাণ !
মহান মানবের ,মহান তাঁর উক্তি
ওটাই শুধু বাণী,হয় আত্মা শুদ্ধি !
অহংকার আর আপন স্বার্থ  
মরছে জনগণ,এটাই নেতৃত্ব !!!
জনগনের নেতা  না নেতার জনগণ
চূর্ণ হবে দম্ভ ,সময়ের ব্যবধান !
স্কুল থেকে রাজনীতি,পচছে মড়া ঘরে !
রাজনীতিকে করেছি পেশায়, গন্ধে যাক ভরে !!
শ্রেষ্ঠ নীতি রাজনীতি গর্বে হৃদয় ভরে ,
বেকারত্বের ঝুলছে ডিগ্রি অকালে জীবন ঝরে !!
মদের নেশায় ঐক্যতা,রাজনীতির অস্ত্র ,
প্রকাশ্যে গিলছে নেশা খুলছে নারীর বস্ত্র !
নীতির নীতি রাজনীতি,রাজার  পায় শোভা ,
নেইতো প্রজা,আছে জনসাধারণ পাবে পাপের সাজা!