আজ ও ঋণী
রামপ্রসাদ (হলুদ ঘাস)
-------------------////////
শত ঋণী মা তোমার কাছে,
হেসেছি তোমার কোলে।
স্নেহের আঁচল,ললাটে চুম্বন,
খুশির হিল্লোলে।।
নিয়েছে খবর,গুনেছে প্রহর
পরিচয় যাঁর নামে !
ভালবেসে মোরে নিয়েছিল কোলে
জড়িয়ে ছিল তার প্রাণে।
প্রকৃতি দিয়েছে প্রথম শ্বাস,
জলই  দিয়েছে জীবন।
সবুজ ঘাস আর পাখির ডাকে ,
করেছে মোরে বরণ।
ঋণী তো আমি তারই কাছে,
দিয়েছিল পরিচয়ের নাম।
প্রথম হাতে খড়ি,বর্ণপরিচয়,
উনিই আমার মান।
মা নামে প্রথম ডাকা,হাত ধরে প্রথম হাঁটা,
বুঝেছি মন্দ-ভালো।
দেখেছি পৃথিবী, পেয়েছি স্পর্শ,
মেখেছি সোনার আলো।
ঋণী করেছে সবুজ গাছ
ছিঁড়েছি নরম কুঁড়ি।
মিলেছি আমরা,গড়েছে বন্ধুত্ব,
মেলামেশা আর আড়ি।
ঋণের বোঝা বইছি আজও,
বইব জীবন ভোর।
এ ঋণ নয়তো সোজা,
অর্থেও হয়না শোধ !!