শীতের পরশ লাগলো মনে,
প্রভাত রবির ছোঁয়ায় !
ঘুম ভাঙiয় শুভক্ষনে,
শীতের হীমের হাওয়ায়
কুয়াশার চাদর, জড়িয়ে লতা,
শিশির ভেজানো ফুল ;
মাঝি বুঝি হারিয়েছে পথ,
ভূলেছে নদীর কূল !
পায়রার বকুম্ বকুম্ সাদা বকের দল !
আলোর রেখার ঝিকিমিকি, সোনার ফসল ,
দল বেঁধে কৃষক, আপন কাজেতে
ভূমি সেজেছে আজি, নতুন সাজেতে !
আলোতে সোনালী ফসল, করে ঝকমক !
মধুর জন্য মধুকর, খোঁজে ফুলের মহক !!!