ঝিলের ঝিলিক
রামপ্রসাদ(হলুদ ঘাস)
##############
জলের ফসল পেতেছে আঁচল,
নিথর ঝিলের জলে !
ছোটো চারাপনা করে কিলবিল ,
নয়ন জুড়ায় পলে।
শিকারীর বেশে বক মাছরাঙা
সজাগ নয়নে তাকায়
গুগলি-ঝিনুক কাদা মেখে যেন
চির শান্তিতে ঘুমায়।
শামুক আর ব্যাঙ ডিম পাড়ে,
যেন অম্বুবিম্ব  কেলাসিত  ,
নীলাকাশে ভানুর সোনালী ছটা
সোনাব্যাঙ যেন রোদে স্নাত।
নুইয়ে পড়া ডালে ঘুঘু পাখি বসে
অকারণে করে ডাকাডাকি,
মাকড়শার দল বুনছে শুধু জাল
কচুরিপানায় আলপনা আঁকি।
শাপলা-শালুকে অলি গুঞ্জন তোলে
নিথর জলে হৃদ কমল,
হিয়ার মাঝে আনন্দ ধারা
কূজন গীতে বাজাই মাদল!