জীবন এক রঙ্গ-মঞ্চ
- রামপ্রসাদ (হলুদ ঘাস )


এক ফালি  চাঁদ আকাশের এক কোণে,
আশা গুলো রং-বেরঙের স্বপ্ন শুধু বোনে !


স্নিগ্ধ আলোয় ভুবন ভরা জোনাকির মিটিমিটি,
তন্দ্রা বুঝি নামলো চোখে ভাবায় অনুভূতি !


টুকরো মেঘের চঞ্চল মন আড়িপাতে ভেসে ভেসে,
এলোমেলো মন খুঁজে বেড়ায় হারায় স্বপ্নের দেশে!


বিভোর ঘুমে চোখের ভাঁজে স্বপ্নেরা খেলা করে ,
জীবন তরী বাইছে খেয়া হাঁক ছাড়ে ওই পারে ।


নীরব রাতের হীরের হাসি উছলায় সাগরে!
ঝলসানো মন নৃভৃতে কাঁদে হারায় শেষ প্রহরে।


কান্না হাসি জীবন সাজি,মিছে আবরনে গড়া
ভাবনার ঘরে কুড়োনো স্বপ্ন ভোরের শুকতারা!


কালের নিয়মে ডুববে তরী রইবে পড়ে খেয়া!
স্মৃতি টুকু রইবে পড়ে ক্ষণিকের জীবন পাওয়া।


রঙ্গমঞ্চে আলো-আধাঁরে অভিনয়ের শেষ পংক্তি,
বন্দি ফ্রেমে ললাটে চন্দনে বেঁচে থাকে শুধু স্মৃতি!