পেয়েছি শিক্ষা ,বেড়েছে শিক্ষার মান ,
ভুগাচ্ছে বেকারত্ব ...?
সাথে ডিগ্রি ,ওঠো শিগ্রী ,নেই কর্মস্থান
Door to door no vacancy,
পিতার  হোটেল ফ্রী service!
হঠাৎ একদিন ..
কাক ডাকা ভোরে ,শুট বুট পরে,
পিঠেতে কালো ব্যাগ !
দাঁড়াইল হেসে ,পাশেতে বসে ,
দেখাইল ভাগ্যের চার্ট !
অফুরন্ত কমিশন পাবে ,গাড়ি বাড়ি সবই হবে ,
যাবে তুমি ঘরে ঘরে, বোঝাইবে বারে বারে ...
বোকাটে পাবলিক হবেই কুপোকাৎ ?
শুনিয়া চক্ষুস্থির,স্বপ্নে বাঁধিলাম নীড়,
বেকারত্ব গেল ঘুচে,দালাল পত্রে করিলাম সাইন !
মায়ের চোখে সুখের জোয়ার ,পিতার মুখে হাসি ,
ঈশ্বর বুঝি মঙ্গলময় , সবার প্রাণে খুশি !
একে একে পূর্ণ হল, পূর্ণ হলো আশা ,
সাথী হল বন্ধু বান্ধব ,সুখ দেয়ার চেষ্টা ,
ছিলাম ভবঘুরে ,এখন হয়েছি ভগবান স্বরূপ ,
দূরদর্শনের তাজা খবর,দেখাচ্ছে বিরূপ !
সস্তা কাগুজে তৈরি নিয়ম ,শুধুই টাকা লুটার ধান্দা ,
নিজেকে বাঁচাবো কি করে দেখাবে কোন বান্দা ?
A...... থেকে ..S কোম্পানি বহু জাতের !
ভগ্ন আইন  ডুবিয়ে  দিল ,বসালো ফুটপাথে ,
বেকারত্বের হাসি ঝুলছে গাছে,মায়ের চোখ জলে  ভরা,
শুট বুট আর কালো ব্যাগ,আর পাইনা খোকার সাড়া !