রামপ্রসাদ(হলুদ ঘাস)


মানব অসুখে ক্লান্ত পৃথিবী!দিশেহারা, সৃষ্টিকে  বাঁচানোর মহাযজ্ঞ !দুই চাঁদের দূরত্ব। হাসেনি চাঁদ আর চাঁদের হাসি শিশুর মুখে!চাঁদ ও নিজেকে  বদলে নিয়েছে, বইছে বিবর্ণ ধংসের ছায়া !


ঋতুরাজ হারিয়েছে নিজের রূপ,ফুঁপিয়ে কাঁদছে প্রকৃতি,হলুদ পাতায় ভরেছে আঙিনা,শাখায় শাখায় সবুজের নেই মাতন ! কুহুতানে নেই সুর ,সাঁঝের ঝিঁ ঝিঁ নিশ্চুপ, গুনছে প্রহর রাতের জোনাকি,নিশাচর ভুলেছে পেটের ক্ষুদা !হারানোর ভয় নেই শিকারের !


শুকনো পাতায় মৃত্যুর ঝন ঝন ঘন্টা !বাতাস নিয়েছে খবর.... ভ্রমর পরাগে মাতেনি,খেলেনি হাঁস দীঘির জলে,লজ্জাবতী খোHলেনি ঘোমটা বসন্তের বিরহে অভিমানী!


ঝরে পড়া উল্কা খণ্ডের আঘাতে ভূমি জর্জরিত !বন্দি ঘরে লাশ গুনছে প্রহরী দুই চোখ,অপেক্ষা শুধু অপেক্ষা মুক্তির দিন গোনা!রঙের মিছিলে ফেকাশে মুখোশ ,স্বর্ণলঙ্গা বিদ্রুপ কাটছে অহংকারীর পতনের উন্মাদনায় !


পোষা বন্দি ময়না আজ মুক্ত ! দালানে বসে দেখছে পরাধীনতা কতটা সুখময় !