মা গো তুমি,আমায় কেন এত শাসন করো?
চোখ ভর্তি জল দেখলে কেন, বুকে জড়িয়ে ধরো?
মা..
ডাকলো যখন ভোরের পাখী
যতই করি ডাকাডাকি,
সোনা সোনা চাঁদের কণা ,
ভোর হয়েছে ওঠো!
মায়ের হাঁসি,হাতের ছোঁয়ায়,
স্নেহের আঁচল ঢাকো....।
ভর  দুপুরে ওড়াও ঘুড়ি
স্কুল পথে মারামারি,
ধুলো উড়িয়ে মাতো !
খাতার পাতায় নৌকা বানাও,
ভাসাও পুকুর জলে !
দৌড় দিয়ে জলে ঝাঁপ ....
খুশি,লুটিয়ে আনা ফলে,
দুস্টুর দুষ্টুমি কত করি মাফ !
পড়াশোনায় দিচ্ছেi ফাঁকি,
দুস্টুমির ছাপ.......!!!!!!!
তাইতো আমার শাসনের কারণ ,
ওঠো সোনা, খোল স্নেহের আবরণ!