নিঃশব্দ কান্না
রামপ্রসাদ(হলুদ ঘাস)
স্বপ্ন যেমন সবার থাকে,
ভাঙার ভয়ে লুকিয়ে রাখে!
সত্য চোখে আড়াল করে,
মিথ্যেয় শুধু ভাবনা গড়ে!
স্বার্থের নেশায় জীবন হানি
লোভ লালসার হাতছানি !
বাক বিবেকের দগ্ধভারে
মনুষত্ব আজ যাচ্ছে পুড়ে!
শিক্ষা-সংস্কৃতি অন্ধকারে
ভোগ বিলাস আর অহংকারে!
খুন,,,,ধর্ষণ ,,,,ঘুষ,আইনি প্যাচে
স্বাধীনতা শুধুই মুচকি হাঁসে!
ঘুমন্ত বুদ্ধিজীবী,পেশায় সাংবাদিক
গর্বকরি শ্রেষ্ঠ জীব ধীক শত ধীক !