গ্রামের এই মেঠো পথে,ছুটছে গরুর গাড়ি,
কৃষক বন্ধু ব্যস্ত কাজে ,কাটছে ধানের নাড়ি !
উঠোনে বসে বুড়ীমা,তাকিয়ে মাঠের পানে,
সাঁঝের আগে ফিরবে সবাই,আপন বাসস্থানে !
নেংটো ছেলে করছে খেলা ধূলোয় ভরা গা-য়
ফিরছে মায়ে ফসল তুলে আছড়ায় আঙিনায়!
ব্যস্ত আজি,ব্যস্ত সবাই,ধান শুকোনোর কাজে
সূর্য বুঝি অস্ত যাবে সিঁদুর রঙে সাজে!
অস্তে রাঙা গোধূলি বেলা ক্লান্ত সূর্য মামা
আকাশ কোণে মারছে উকি শুভ্র চন্দ্র সোনা !
সন্ধ্যা হয়ে এলো বুঝি,জানায় সাঁঝের পাখী,
তাই দেখে পোষা হাঁসটি করে ডাকাডাকি .!
ভরলো মন রূপবাহারে প্রভাতে উঠবে জেগে
সোনায় ভরবে আমার গ্রাম মধুমক্ষিকার পরাগে !