রূপের বাহার
- রামপ্রসাদ (হলুদ ঘাস )


ওই দেখো আমার পৃথিবী
আপন মনে গড়া ,
সুন্দর তাঁর রূপের বাহার
হাজারো তারায় ভরা !


সবুজে খেলে সূর্যের হাসি
নদীতে মুক্তোর জ্যোতি,
সাগরের বুকে থৈ থৈ জল
জ্যোৎসনায় ভরে রাতি!


কাজলা কালো রূপের ছটা
কোকিলে ধরেছে তান,
রানী প্রজাপতি মেলেছে পাখা
শুকছে ফুলের ঘ্রান!                      


আকাশ-বাতাস,নদী-পাহাড়,
ঝরে ঝর্নার ধারা,
পাখির কুজন,মৌ এর গুঞ্জন
পরাগে হলো সারা!


রূপের ঝলকে ছুঁইয়ে মন
সাতরঙে আঁকি ছবি,
মেতেছে বাতাস মাটির গন্ধে
প্রকৃতির প্রেমে কবি !