সাধু
- রামপ্রসাদ (হলুদ ঘাস )


টাক আমায় প্রবীণ করেছে,
বয়েস আমার কচি !
মাথায় কেন চাট্টি মারো
কেন যে  করো ভ্রুকুটি..!!!


হাসির পাত্র হয়েছি সবার
দ্বীপ সম টাক,
মেখে,লাগিয়ে ফুটেছে অঙ্কুর
বাসা বাঁধবে কাক !


লাগলো চোখে কচি খুকি
লাজুক চোখের চাউনি
পরচুলাটা উড়লো হ-ও-য়া-য়
কাঁদছে বসে ব্যাঙামি!


রইলাম বসে বিয়ের সাজে
হবে কি সাধ পূর্ণ,
গলায় মালা মাথায় টোপর
স্বামীর ডাকেই ধন্য!


ওগো,হে গো, যাইবা কোথায়
ধরিয়ে বাজার ব্যাগ
আদর করে বলবে আমার
রক্ষে করো বাপ !


আশায় আশায় বাঁধছি ঘর
হবে জোড়া বাচ্চা,
ডাকবে সোনা আমায় বাবা
সারে যাহাসে আচ্ছা !


হলোনা পূর্ণ সবই শুন্য
ঝরলো বিয়ের কুঁড়ি
পুষেছি বিড়াল নিচ্ছে খেয়াল
দিচ্ছে বাচ্চা ঝুড়ি ঝুড়ি !


বন্ধু ডাকে আমায় কাকা,,,!
বৌদি ডাকে দাদু ......
যৌবন জ্বালায় মরছি আমি
       😎সাধের টাক 😎
বানালো আমায় সাধু.....!