মুক্ত  মনের  সুপ্ত  আশা
                   স্বপ্নেরা  ভাসে চোখে।
সাঁঝ আকাশে ডাকছে পাখি
                  গোধূলির রঙ মেখে !


ঢাকে বদন জুড়ায়ে  বুক
                মাতৃ স্নেহের ছায়া।
মারছে  উঁকি শিশুর খুশি
                শুভ্র আলোর মায়া।।


চিক্  চিক্   বালুকণায়
             মুক্ত  ঝরে  কুলে।
খেলে চাঁদ নীল জলে
            ঢেউ এর দোলে দোলে।।


সহস্র তারায় বিনিদ্র রজনী
           খেলে মাছ ঝাঁকে-ঝাঁকে
হাসে মাঝি আড় চোখে
             রূপের মোহ দেখে !


  পুবের আকাশে মারছে উঁকি
   আসে ফিরে সবুজের টানে
আলোর বুকে কোলাহলে মাতি
   প্রভাত আলোর অভিমানে।।


স্বপ্ন রঙিন আকাশ জুড়ে
              কাটলো যখন ঘোর ।
রইল খোলা সবার হৃদয়
               সন্ধ্যা থেকে ভোর।।


                 __________