বিলীন  হয়েছে ভরসা  বিশ্বাস  
মিথ্যায় করি বাস  ,
বেঁচে আছিতো স্বার্থের নেশায় ,
হারাচ্ছি বিশ্বাস ;
হিসেব মেলাই  বিবেকের খাতায়  
পূর্ণ মান -  এ শুন্য  !
বেঁচে আছিতো  ওদের জন্যে ,
করতে সাধ  পূর্ণ  ?
সংসার  এক রঙ্গমঞ্চ,ভাবনা  দিয়ে গড়া ,
যখন ফুরোবে স্বার্থের জাল,সর্ব সঙ্গ ছাড়া  !!!!