আজ যে মোদের ঘুম ভেঙেছে ভোর-বিহগের আগে,
না জাগিতে প্রভাত রবি, ফুটতে না ফুল বাগে।
আজ যে মোরা পাখির সুরে গেয়ে গেলাম গান,
মুক্ত ডানায় উড়াল দিলাম, কিসের পিছুটান!
ফুল বাগিচায় ফুল হয়ে দেই ছড়িয়ে সুবাস-ঘ্রাণ,
রবির কিরণ হয়ে করি মোরা ঊষার আহ্বান।


আমরা কিশোর বাধঁন হারা, দস্যি ছেলের দল,
গাছের শাখায়, মাঠের ধুলোয় জাগাই কোলাহল।
সারাটি দিন দাঁপিয়ে বেড়াই, দুরন্ত গতি;
বারণ যেথায় কারণ খুঁজি, আমরা কোমলমতী।
তপ্ত দুপুর শান্ত মধুর গভীর ভালবেসে
নদীর জলে সাঁতরে ফিরি মনের উল্লাসে।


আমরা কিশোর স্বপ্ন হাজার কল্পনাতে উড়ে
প্রজাপতির রঙিন ডানায় উদাস বাতাস চড়ে।
স্বপ্ন মোদের আকাশ ছোয়া; উড়াই রঙিন ঘুড়ি,
হোক না বড় আসুক শত ইচ্ছে মতন উড়ি।