আহা! কি শীতের হাওয়া বয়।
কনকনে শীত হাওয়া-
          বাহিরেতে যেতে ভয়।


বেলা বয়ে যায় বেশ।
উঠে নাই দিবাকর
           রাঙিয়া ব্যোমকেশ।


খুলে নাই কেহ দ্বার।
প্রভাতের চেনা রূপে
           অচেনার সমাহার।


লেপ, কাঁথা লয়ে জড়সড় সব,
ঘুমিয়েছে কেউবা
            গরর্-রর কলরব।


জ্বালিয়েছে কেউ আগুন।
খোকা, বুড়ো জড়সড়-
           আহা, শীত নিদারুণ।


ঢেকে গেল কখন জানি,
শ্বেত কুয়াশার আবরণে
            অদুরের গ্রাম খানি।


ভর দুপুরে এল নেমে সাজ।
প্রকৃতির মাঝে রাঙা
            আজ নতুনের কারুকাজ।