অনামিকা যদি ভরাট হয়  
অন্য কারো বৃত্তে!
তুমি-ও কি হারাবে-না কিছুই?
নতুন সুতো যদি কখনও ঢিল হয়
মন কি চাইবে ?
পুরনো-কে একটু ছুঁই!
চিচিংফাঁক মন্ত্র তোমার জানা
সকল দোয়ার খুলবে ষোলো-আনা
ইচ্ছে হলে ভাসতে পারো
ইচ্ছে হলে ডুবতে
ইচ্ছে হলে যাবজ্জীবন
এক চকিতে থাকতে।
ইচ্ছের-ও-তো ইচ্ছে হয় অনেক কিছুই
যদি কখনও মন চেয়ে উঠে
পুরনো-কে একটু ছুঁই
দেখবে তখন নতুন শেকড়
বাঁধা হয়ে আছে
চাইলে কি আর পারবে তখন
মরবে আপন লাজে।