1️⃣
ওহে দুঃখ! ওহে কষ্ট, সময়টা চলছে তোদের,
তোরা কি ছাত্রদল, নাকি ছাত্রলীগ।


মন ক্যাম্পাসে করিস তোরা ইচ্ছে মত মিছিল,
তোরা কি বিএনপি! নাকি আওয়ামী লীগ।


2️⃣
ওহে কষ্ট! ওহে দুঃখ!  তোরাতো তাগড়া যুবক,
দয়া নেই, মায়া নেই শুধু আঘাত করেই যাস।


তেজদীপ্ত শ্লোগান আর ভয়ঙ্কর যত হুংকার,
ব্যাথার কোপাকুপি কাউকেই ভয় নাপাস।


3️⃣
ওহে কষ্ট! তোদের এতটা ক্ষোভ, এতটা রাগ,
কাঁদতে কাঁদতে শুকিয়েছে চোখ, নিচে কালো দাগ।


ওহে দুঃখ! তোদের বয়স হয়না, ধরনটা কিন্তু এক,
আঘাতের পর আঘাত করিস, দেখিসনা চৈত্র মাঘ।