◾️ভয়ংকর ল্যাংটা করে আমায়,
  ফেলে আসা দিনগুলো তোর।
◾️আমি এখন আমার পাড়ায়,
   পরিচিত এক গাঁজাখোর।


◾️আমি এক দুঃখি মানুষ,
  ধুঁয়া হয়ে যাচ্ছি উড়ে।
◾️প্রেম করে প্রেমিক আমি,
  ধংস হচ্ছি জ্বলে পুড়ে।


◾️গাঁজার সঙ্গে আবেগ পোড়াই,
  স্মৃতি এসে পড়ে।
◾️ঘুটঘুটে অন্ধকার,
  আমি একলা থাকি ঘরে।


◾️কষ্টের ভিতর কষ্ট পোড়ে,
  মনপথের বাঁকে।
◾️পাগলিটা জানি না আজ,
  কার সঙ্গে থাকে।


◾️দুঃখ কষ্টে পুড়ছি আমি,
আগুন জ্বলে কই?
◾️প্রতিশোধ নিব!
  না আমি যদি নষ্ট প্রেমিক হই?


◾️একা হাসি একা কাঁদি,
  প্রায় করি হট্টগোল।
◾️আমি এখন আমার পাড়ায়,
  বেশ পরিচিত এক পাগল।


◾️🔲
-রানা বর্তমান ( লেখক ও নাট্য নির্মাতা)
নিকেতন, গুলশান, ঢাকা বাংলাদেশ।