তোমার আকাশটা প্রচন্ড মেঘলা।
বিশ্বাসের ঘনঘটায় সন্ধ্যা নেমেছে।
তোমার মন বাড়িটা ঘুটঘুটে অন্ধকার।
ব্যাথায় তারাগুলো মিটি মিটি জ্বলছে।


তোমার স্মৃতিগুলো ঝড় হয়ে উড়ছে।
কষ্টের ফুরফুরে মৃদু বাতাস বইছে।
তোমার দুঃখ বৃষ্টি ফোঁটা হয়ে পড়ছে।
মনেরগহীন আঘাত গুলো ঝড়ছে।


অন্যের পাঁজরে করছো আদরের চাষ।
অভিশাপ্ত তুমি, আমার দীর্ঘশ্বাস।
তোমার সুখের নীড়ে, আমার মৃত্যুর বাস।
তুমি হাসো অথচ! আমি কাঁদি বারমাস।


◾️🔲
-রানা বর্তমান ( লেখক ও নাট্য নির্মাতা)
নিকেতন, গুলশান, ঢাকা বাংলাদেশ।