বাঁশের খুঁটি, হোগলার বেড়ায় আমার ঘর।
মাটির হাড়ি মাটির কলস, ছোট্ট নদীর চর।।


ছনের ছাউনি কুঁড়ে ঘরে, আমার বসবাস।
কাকভোরে মাঠে যাওয়া প্রতিদিনের অভ্যাস।।


সূর্যের আলোয় ঝড়া ঘাম, সঙ্গে পাখির ডাক।
রোদেপোড়া শরীর, পেশিতে পেশিতে পাক।।


সবাই বলে দামাল ছেলে, বাংলার কৃষক।
মাঠেঘাটে ফসল ফলাই ব্যাস হুকাহুয়াক।।


মাটি কাটি, ধান মাড়াই, সন্ধ্যায় যাই হাটখোলা।
ধনিগরীব বিভেদ নাই, আমরা সবাই মনভোলা।।
- রানা বর্তমান