ব্যাথাটা এভাবে কেউ ছুরতে পারে?
হুট করে, বুকের বাঁকে, অন্ধকারে।


ছটফটাচ্ছে ভাবনা গুলো বেকার হয়ে।
বিশ্বাসের পচা গন্ধ পোহাই একলা শুয়ে।


তোমার কষ্টগুলো খুব স্বেচ্ছাসেবী আজ।
আবেগ ভেজা শাড়িটার বড্ড বাজে ভাঁজ।


হঠাৎ ঘুপচি মেরে, আমাকে নিঃশ্ব করে।
অন্যের আকাশে গেলে তুমি উড়ে।


আমার ভাগ্য শুকনো পাতা, সুখের সারি দূর।
মন জঙ্গলে খ্যাপাটে প্রেম,বিকল বিধুর।


আজ আমার উড়োচুল,
চোখে কষ্ট মেঘের পাল।
পুরোটাই তোমার ছলচাতুরি,
আঘাতটা ছিলো, বড্ড বেসামাল।


-রানা বর্তমান ( লেখক ও নাট্য নির্মাতা)
নিকেতন, গুলশান, ঢাকা বাংলাদেশ। 🟥