আমার হৃদয় মহাকাশ থেকে,
মেঘমাখা সূর্য উদিত হলো।
সূর্যের আলো অনুভবের
মহাসমুদ্রের পৃষ্ঠ স্পর্শ করলো।
আমার চিন্তা থেকে তোমার বিশ্বাসের
ফুলকি বেরিয়ে আসলো।
তুমি আজ দিগন্তের আলোচিত রংধনু!
তোমার হরেক রং, হরেক ডং কিংবা তুমি বহুরুপী।।


আমার কপাল থেকে তোমার নামটা হারিয়ে গিয়েছে,
ভালবাসায় প্রমানিত তুমি এক গরীব প্রেমিকা, ফক্কিনি তিলোত্তমা।।


তোমার পা নোংরা কাদায় লেপ্টে গিয়েছে।
অর্থ সম্পদ তোমার বড্ডপ্রিয়!
সত্যিকারের প্রেমিকের কাছে এসব একদমই মূল্যহীন।
সুখ আর বিলাসিতা এক নয়রে পাগলি,
তুমি পুরো দোস্তর লোভি, স্বার্থপর।
সত্যিকারের সুখকে অপমান করে তুমি বিলাসিতায় আসক্ত।
তুমি গরীব অসহায় লোভি ফক্কিনি প্রেমিকা, তোমার ভালবাসায় পচন ধরেছে,
তোমার ভালবাসা রক্তশূন্যতায় কাতরাচ্ছে।
- রানা বর্তমান