বয়স্ক লোকগু‌লো একটু বদ‌মেজা‌জি হয়!
বল‌তে পা‌রেন পাঠা বেয়াদব টাই‌পের হয়!
কি ঠিক বল্লাম‌তো!


না একদমই না,
কখনও ই এমন ভুলটা কর‌বেন না!
চড়াও হ‌য়ে, ক্ষিপ্ত হ‌য়ে তা‌দের উপ‌রে,
কুকু‌রের মত ঝা‌পি‌য়ে পড়‌বেন না।


বয়স হ‌লে শ‌রি‌রের রোগ প্রতি‌রোদ ক্ষমতা ক‌মে যায়!
হজম শ‌ক্তি ক‌মে যায়! সৃ‌ত্মিশ‌ক্তি ক‌মে যায়!
এমন কি রাগ ধ‌রে রাখার ক্ষমতাটাও ক‌মে যায়।


বয়স্ক মানুষগু‌লি খুব খিট‌খি‌টে মেজা‌জের হয়।
কেউ কেউ আবার খুবই শান্ত প্রকৃ‌তির হয়।


তারমা‌নে যারা খিট‌খি‌টে প্রকৃ‌তির
তারা খারাপ তা কিন্তু নয়!
দে‌হের বয়স বৃ‌দ্ধির কার‌নে,
সব‌কিছু উল্টপাল্ট ক‌রে ফে‌লেন! হুটহাট রে‌গে যায়!


কে‌নো রাগ‌লো ? কি‌সের জন্য  রাগ‌লো
তার ব্যাখ্যা খু‌জে পা‌বেন না!
তাই কখনও বয়স্ক লোকগু‌লোর উপ‌রে
চড়াও হ‌বেন না! ক্ষে‌পে যা‌বেন না!


সব সময় নি‌জে‌কে ক‌ন্ট্রোল ক‌রে,
নি‌জে হে‌রে গি‌য়ে, মাথা নত ক‌রে চ‌লে যান!
মনে রাখবেন, বৃদ্ধরাই
আপনাকে দিয়েছেন মান সম্মান।


দ্রুত স্থান ত্যাগ করুন কারন সে‌তো আপনার বাবার মতই..
কিছু‌দিন পর আপনি বৃদ্ধ হ‌বেন!


◾️🔲
-রানা বর্তমান ( লেখক ও নাট্য নির্মাতা)
নিকেতন, গুলশান, ঢাকা বাংলাদেশ।