তোমার মিথ্যা প্রেমের বিষ্ঠায়,
আজ আমি আহত।
ছলনার বিষাক্ত গ্যাসে,
কষ্টের বীভৎস গন্ধে আজ আমি মৃত।


তোমার দুঃখ গুলো ঠোঙ্গা ভরা, ছেঁড়া আর রক্তে ভেজা।
হত্যাকে উৎসব ভেবে, আমাকে একা ফেলে।
ধনাট্য ব্যক্তির সঙ্গে তুমি গেলে চলে।


তুমি নেই তাতে কি!
সঙ্গে আছে মদ ভর্তি বোতল, সিগারেটের প্যাক।
কালোরাত আর তোমার দেওয়া আঘাত।
ল‍হ্মী মেয়ে,
অভিমান করো না, মাত্রতো আর কটা রাত।


মধ্যরাতে চারপাশ,
সাদাকালো বেদনা আর হাহাকার।
আমার বুকের ঠিক বা পাশে,
টেনে দিবো  রিভলবারের অব্যর্থ ট্রিগার।


◾️🔲
-রানা বর্তমান ( লেখক ও নাট্য নির্মাতা)
নিকেতন, গুলশান, ঢাকা বাংলাদেশ।