তুই কোন চ্যাটের বাল!
এখনোতো বৈষম্য দুর করতে পারলিনা।
তোর কলমে সাদাকে সাদা- কালাকে কালা
বলার সাহস দেখাতে পারলিনা।
তুই কোন চ্যাটেরবাল!

মানুষের প্ল্যাটফর্ম দেখে কথা বলিস,
গুরুত্ব দিস! কেনরে বাপ!
আচ্ছা বলতো- তুই কোন চ্যাটেরবাল।

মানুষের অবস্থান নয়,
মানুষ হয়ে মানুষকে সমান চোখে দেখাই হলো
একজন আদর্শিক মানুষের কাজ।
আগে মানুষ হ তারপর কবি সাহিত্যিক
কিংবা বুদ্ধিজীবী হবিরে বাল।
আচ্ছা বলতো তুই কোন চ্যাটেরবাল?