আমার এত দু:খ কষ্ট,
দেখলিনা‌ আজ তুই!
তোর ক‌স্টে দু‌:খে আমি,
হইছিরে ভাংচুর।


তো‌রে কিছু ব‌ল্লে আমার,
লা‌গে ক‌লিজায়।
আমার কবিতা আমি পড়ি,
আমি যে চিল্লাই।


বিড়ি পোড়াই কষ্ট উড়াই,
কান্দে অন্তরায়।
কষ্ট দুঃখের ভর্তা আমি,
মনটা ছটপটায়।


-রানা বর্তমান ( লেখক ও নাট্য নির্মাতা)
নিকেতন, গুলশান, ঢাকা বাংলাদেশ।