আমি তোমাকে কি পরন্ত বিকেলের,
বৃষ্টির সাথে তুলনা করতে পারি!
তুমি আরও সুন্দর আরও নাতিশীতোষ্ণ,
বাস্তবে নতুন একপরি।


ভেজা বাতাস হৃদয়ের সুপ্ত কুঁড়িগুলোকে,
নাড়া দিচ্ছে বারংবার।
আমার বুকের পাঁজর ছায়ায় বিশ্রাম নেবে,
তুমি বার বার শতবার।


বৃষ্টি ফোঁটায় স্বর্গের চোখে আমি দেখি,
তোমার ফুটান্ত মিষ্টি মুখফুল।
অজস্র জলকনা পড়চ্ছে তোমার গায়ে,
অর্ধস্ন্যাত শরীর দেখে অনুভূতি মশগুল।


পলকহীন চোখে যতক্ষণ মানুষ দেখতে পায়,
আমি ততটা সময় তোমায় দেখি।
রুপের গুনে চোখ জুড়ায়- বৃষ্টির দিনেও
তোমার ছবি আঁকি।