তুমি থাকো মহা অট্টালিকায়
আর আমি থাকি তোমার পাশের বস্তিতে।
তুমি এয়ারকন্ডিশন রুমে থাকো
অথচ আমি থাকি ছনের ছাউনি কুরেঘরে।
যেখানে রোদের সময় রোদ, গরমের সময় গরম
আর বৃষ্টির সময় অজস্র যন্ত্রণা।


তুমি ধনী আমি গরিব, তুমি বড় আমি ছোট।
তোমার আমার মাঝে অনেক তফাৎ অনেক অমিল।
অথচ তুমি আমি পৃথিবীতে যখন ভূমিষ্ঠ হয়েছিলাম।
তখন লেংটা হয়ে হাউমাউ করে কাঁদতে কাঁদতে
দুজনে একই রকম ভাবে পৃথিবীতে ভূমিষ্ট হয়েছিল।


তোমার গায়ের রং সাদা আমার গায়ের রং কালো ।
অথচ তোমার দুটো পা রয়েছে দুটো চোখ রয়েছে দুটো হাত রয়েছে,
আমারও কিন্তু ঠিক তাই!
অথচ সমাজ সমাজের মানুষ তোমাকে আমাকে
আলাদাভাবে পার্থক্য তৈরি করে দিয়েছে।
কিন্তু কেন!
আমাদের আসলে এই তফাতটা করার কারণটা কি?
আমাদের বৃহৎ একটা জাতিকে, আমাদের মানবতাকে,
কেন ধর্ম দিয়ে, বর্ণ দিয়ে, ছোট ছোট টুকরো টুকরো গোষ্ঠীতে পরিণত করেছে!
এই সমাজ, এই সমাজের ধারক বাহক তথা এই সমাজের মানুষ
কেন তোমাকে আর আমাকে আলাদা করে দিচ্ছে!


◾️🔲
-রানা বর্তমান ( লেখক ও নাট্য নির্মাতা)
নিকেতন, গুলশান, ঢাকা বাংলাদেশ।